Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ফরম্‌স এন্ড স্টেশনারী শাখা
বিস্তারিত

জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী।


নাগরিক সেবা
নাগরিক সেবা

ক্রমিক নং

কার্যক্রম

গৃহীত পদক্ষেপ

০১

স্থানীয় সরকার শাখার বেতন ভাতাসহ অন্যান্য কার্যক্রম।

প্রধান সহকারী প্রতিমাসের শেষে বিল প্রস্তত করেন। উপ-পরিচালকের স্বাক্ষরে  জেলা হিসাব রক্ষণ অফিস হতে উত্তোলন

ক্রমে সংশি­ষ্টদের সরাসরি প্রদান করা হয়।

০২

সভা ।

1)জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা,

2)জেলা জন্ম নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির সভা।

০৩

পরিদর্শন/তদারকি।

উপ-পরিচালক কর্তৃক প্রতি মাসে ৪টি ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও ৪টি ইউপির সভায় উপস্থিত থেকে  সভার কার্যধারা  পর্যবেক্ষণ ও পরামর্শ প্রদান এবং ১টি ৩য় শ্রেণীর পৌরসভা  পরিদর্শন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রেরণ।

০৪

প্রশিক্ষণ

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়,এনআইএলজি,ডিএলজি,রাজশাহী কর্তৃক বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রশিক্ষণের আয়োজন।

০৫

অভিযোগ তদন্ত বিষয়ক

ইউপি চেয়ারম্যান/সদস্য ও সচিবদের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত  ও প্রতিবেদন প্রেরণ।

০৬

ইউপি চেয়ারম্যান/সদস্য,সচিব ও গ্রাম পুলিশদের বেতন ও সম্মানী ভাতা (সরকারী অংশ)।

 

জেলা প্রশাসক মহোদয়ের অনুকূলে বরাদ্দ প্রাপ্ত অর্থ চেকের মাধ্যমে  বিতরণ।

০৭

রিপোর্ট প্রেরণ।

কমিশনারের কার্যালয়, রাজবাড়ীতে জন্ম নিবন্ধনের ত্রৈমাসিক রিপোর্ট প্রেরণ করা হয়।


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

 

Øস্থানীয় সরকার শাখার বেতন ভাতাসহ অন্যান্য কার্যক্রম ।

Øজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা।

Øজেলা জন্ম নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির সভা।

Øউপ-পরিচালক কর্তৃক প্রতি মাসে ০৪টি ইউনিয়ন পরিষদ, ০৪টি ইউপি পরিষদ পরিদর্শন।

Øস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়  মন্ত্রণালয়, এনআইএলজি, ডি এলজি প্রশিক্ষণ ।

Øইউ,পি চেয়ারম্যান/সদস্য সচিব ও গ্রাম পুলিশদের বেতন ও সম্মানী ভাতা (সরকারী অংশ)।

Øরিপোর্ট রিটার্ন।


যোগাযোগ

ফরম্‌স এন্ড স্টেশনারী শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী


অন্যান্য

0


ভারপ্রাপ্ত কর্মকর্তা