Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইনোভেশন টিমের কার্যবিবরণী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা প্রশাসকের কার্যালয়

রাজবাড়ী

(আইসিটি শাখা)

www.rajbari.gov.bd

 

রাজবাড়ী জেলা ইনোভেশন কমিটির  মার্চ-২০১৮ মাসের সভার কার্যবিবরণী

            সভাপতি             :           জনাব মোঃ শওকত আলী

                                                জেলা প্রশাসক

                                                            রাজবাড়ী  ।

                        সভার তারিখ         :           ১১-০৩-২০১৮ খ্রিঃ ।

স্থান                   :           জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ।

 

সময়                  :           বেলা- ১২.০০ টা ।

 

সভায় উপস্থিত  সদস্যদের তালিকা পরিশিষ্ট “ক”- তে দেখানো হলোঃ

সভাপতি উপস্থিত সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভা শুরু করেন । অতঃপর সভাপতির অনুমতিক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), রাজবাড়ী সভা পরিচালনা করেন। তিনি গত সভার কার্যবিবরণীর সিদ্ধান্তসমূহ পাঠ করে শোনান এবং কোন সংশোধনী না থাকায় তা দৃঢ়ীকরণ করা হয়।

সভায় নিম্নবর্ণিত বিষয়াদি আলোচনা করা হয় এবং পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নিম্নরূপ সিদ্ধান্ত সমূহ গ্রহণ করা হয়।

 

ক্রঃ নং

আলোচনা

গৃহীত সিদ্ধান্ত

বাস্তবায়ন

০১।

(ক)মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স  শাখা হতে প্রাপ্ত ১৫/০১/১৭ খ্রি:তারিখের ০৪.০০.০০০০.৮৩১.০৪১.৪৫.০১১.১৫.২৩ নং স্মারকপত্রের নির্দেশনা মোতাবেক বিগত ০৪/০৪/২০১৭ ও ০৫/০৪/২০১৭ খ্রিঃ তারিখে ০২(দুই) দিন ব্যাপী  নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত  প্রশিক্ষণ কর্মশালা হতে ০৬(ছয়)টি উদ্ভাবন উদ্যোগের তথ্য উপকরণ-১৩ ফরমে পূরণ করা হয়েছে যথা ০১) খাদ্য বিভাগ, ০২) টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, রাজবাড়ী, ০৩) প্রাইমারী ট্রেনিং সেন্টার (পিটিআিই), রাজবাড়ী, ০৪) এলজিইডি, রাজবাড়ী, ০৫) মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজবাড়ী এবং ০৬) উপ-পরিচালক ও উপজেলা নির্বাহী অফিসার (গ্রুপ), রাজবাড়ী। মন্ত্রিপরিষদ সচিব ও মহাপরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক, এটুআই,  মহোদয়সহ বিভাগীয় কমিশনার মহোদয়ের কার্যালয়ে উক্ত পূরণকৃত উপকরণ-১৩ ফরম প্রেরণ করা হয়েছে।  এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

 

গৃহীত ইনোভেশন প্রকল্পগুলির তথ্য আগামী সভায় ‍উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়

১। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), রাজবাড়ী

 

 (খ) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর আদালতের মামলা ব্যবস্থাপনার জন্য একটি Software প্রনয়ণ ও আধুনিকরণের বিষয়টি আলোচনা হয়।

 সফটওয়ার তৈরি হয়েছে এবং পরীক্ষা চলছে।

১। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), রাজবাড়ী।

২। সহকারী কমিশনার, আইসিটি শাখা, রাজবাড়ী।

৩। সহকারী প্রোগ্রামার, রাজবাড়ী সদর, রাজবাড়ী।

০২

 

   ০২

অনলাইনে আবেদন সংগ্রহক্রমে জেলা রেকর্ডরুম হতে খতিয়ানের সার্টিফাইড কপি আবেদনকারীর ঠিকানায় প্রেরণঃ ইউনিয়ন/পৌরসভা ডিজিটাল সেন্টারের মাধ্যমে আবেদন সংগ্রহপূর্বক জেলা রেকর্ডরুম থেকে খতিয়ানের সার্টিফাইড কপি রেজিস্টার্ড ডাকযোগে প্রেরণের বিষয়ে সভায় ব্যাপক আলোচনা হয়। এ বিষয়ে  উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা করা, উদ্যোক্তাদের স্ব-স্ব ই-মেইল আইডি খুলে দেয়া, ডাচ্ বাংলা ব্যাংকের সাথে চুক্তি সম্পাদন এবং আবেদনপত্র পোস্ট অফিসের মাধ্যমে প্রেরণের জন্য সুদৃশ্য খাম প্রস্তুতকরণসহ সকল প্রস্তুতি গ্রহণপূর্বক বাস্তবায়ন প্র্রক্রিয়া  ১ জুন ২০১৬ হতে চলমান মর্মে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরও জানান প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সামনে এ বিষয়ে ফেস্টুন ও ব্যানার টানিয়ে বিষয়টি ব্যাপক প্রচার করা দরকার।

 

কার্যক্রমটি চালু রয়েছে এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

১। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), রাজবাড়ী।

২।সহকারী কমিশনার, রেকর্ডরুম শাখা), রাজবাড়ী।

৩। সহকারী কমিশনার , আইসিটি শাখা, রাজবাড়ী।

 

০৩

উপজেলা ভূমি অফিস সংশ্লিষ্ট সেবা বিষয়ক তথ্য ও পরামর্শ জনগণের নিকট পৌছে দেয়ার জন্য “ল্যান্ড ইনফো সেন্টার” প্রতিষ্ঠা করতে হবে।

 ল্যান্ড ইনফো

সেন্টার প্রতিষ্ঠা করার

সিদ্ধান্ত গৃহীত হয় এবং

গৃহীত সিদ্ধান্তের

বাস্তবায়ন অগ্রগতি

আগামী সভায়

উপস্থাপনের জন্য

সহকারী কমিশনার

(ভূমি) সকলকে

নির্দেশনা দেওয়া হয়।

১।সহকারী কমিশনার (ভূমি) (সকল)

 

পরিশেষে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সরকার ঘোষিত রূপকল্প-২০২১ বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন ।         

 

 

                                                                                            (মোঃ শওকত আলী)

জেলা প্রশাসক

রাজবাড়ী ।

ফোন-০৬৪১-৬৫৪০৫

email:dcrajbari@mopa.gov.bd

 

স্মারক নং-০৫.৩০.৮২০০.০৩১.০৬.০০৩.১৬-      ‌                                                         তারিখ -       .০৩.২০১৮  খ্রিঃ

অনুলিপি সদয় জ্ঞাতার্থে/ জ্ঞাতার্থে ও কার্যার্থে :

০১।        মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা/মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা।।

০২।       সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

০৩।       সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

০৪।       বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা।

০৫।       মহাপরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক, একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা।

০৬।       নির্বাহী পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল,ঢাকা।

০৭।       অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)/রাজস্ব/শিক্ষা ও আইসিটি/অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রাজবাড়ী।

০৮।       নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাজবাড়ী।

০৯-১৩।  উপজেলা নির্বাহী অফিসার, রাজবাড়ী সদর/পাংশা/বালিয়াকান্দি/গোয়ালন্দ/কালুখালী, রাজবাড়ী।

১৪-১৮।   সহকারী কমিশনার (ভূমি), রাজবাড়ী সদর/পাংশা/বালিয়াকান্দি/গোয়ালন্দ/কালুখালী, রাজবাড়ী।

১৯।        সহকারী কমিশনার (আইসিটি), রাজবাড়ী।

২০।       সহকারী প্রোগ্রামার, রাজবাড়ী সদর, রাজবাড়ী।

 

 

জেলা প্রশাসক

রাজবাড়ী ।

 

 

(পরিশিষ্ট ক)

১১/০৩/২০১৮ খ্রিঃ তারিখ অনুষ্ঠিত জেলা ইনোভেশন কমিটির সভায় উপস্থিত সদস্যদের তালিকা (স্বাক্ষরের ক্রমানুসারে)

০১       অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি),রাজবাড়ী

০২       উপজেলা নির্বাহী অফিসার, রাজবাড়ী সদর, রাজবাড়ী

০৩      উপজেলা নির্বাহী অফিসার, পাংশা, রাজবাড়ী

০৪       উপজেলা নির্বাহী অফিসার, বালিয়াকান্দি, রাজবাড়ী।

০৫।       উপজেলা নির্বাহী অফিসার, গোয়ালন্দ, রাজবাড়ী।

০৬।       উপজেলা নির্বাহী অফিসার, কালুখালী, রাজবাড়ী।

০৭।       সহকারী কমিশনার, আইসিটি শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী

০৮।       উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজবাড়ী।

০৯।       জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রাজবাড়ী।

১০।        অধ্যক্ষ, রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, রাজবাড়ী।

১১।        সহকারী প্রোগ্রামার, রাজবাড়ী সদর, রাজবাড়ী।