১। কালেক্টরেটের সকল শাখার মধ্যে সমন্বয়সাধন।
২। সংস্থাপন, সাধারণ, নেজারত, ট্রেজারি, ত্রাণ ও পুনর্বাসন, তথ্য অভিযোগ ও প্রবাসী কল্যাণ,ব্যবসা ও বাণিজ্য , লাইব্রেরি ও কম্পিউটার, ফরমস ও স্টেশনারী শাখার কার্যক্রম তত্ত্বাবধান।
৩। স্থানীয় সরকার ব্যতীত অন্যান্য নির্বাচন ।
৪। কালেক্টরেটে কর্মরত সকল গেজেটেড কর্মকর্তাগণের (জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার ও উপ পরিচালক,
স্থানীয় সরকার ব্যতীত) ভ্রমণ সূচি ও ভ্রমণ ভাতার বিল স্বাক্ষর|
৫। জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মরত সকল অফিসারগণের (অতিরিক্ত জেলা প্রশাসক ওঅতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ব্যতীত) নৈমিত্তিক ছুটি অনুমোদন।
৬। সংশ্লিষ্ট শাখার সিনিয়র সহকারী কমিশনার/ সহকারী কমিশনারগণের্ব বার্ষিক গোপনীয়অনুবেদন লিখন এবং ইউএনও অফিসসহ সংশ্লিষ্ট শাখার ৩য় শ্রেণীর কর্মচারীদেরবার্ষিক গোপনীয় প্রতিবেদনে প্রতিস্বাক্ষরকরণ|
৭। সকল ৪র্থ শ্রেণীর কর্মচারীগণের (সাধারণ প্রশাসন) বদলি সংক্রান্ত।
৮। প্রটোকল, সার্কিট হাউস ও স্টেজিং বাংলো ব্যবস্থাপনা।
৯। স্বনির্ভর যুব উন্নয়ন ও পরিবার পরিকল্পনা ।
১০। এনজিও, খাদ্য এবং শিশু ও মাতৃস্বাস্থ্য রক্ষণ সংক্রান্ত।
১১। এল আর ফান্ড ।
১২। জেলা সশস্ত্র বাহিনী বোর্ড।
১৩। ন্যস্ত শাখায় সংশ্লিষ্ট ব্যাংক হিসাব পরিচালনা ।
১৪। বিভিন্ন প্রকার তদন্ত।
১৫। বিভিন্ন জাতীয় দিবস উদযাপন।
১৬। সিএনজি, পেট্রোল পাম্প, খুচরা পেট্রোল, ডিজেল ও কেরোসিন ইত্যাদি জ্বালানী সংক্রান্ত।
১৭। সরকারী কর্মচারী কল্যাণ তহবিল সংক্রান্ত।
১৮। কৃষি সংক্রান্ত /সার মনিটরিং /কৃষি পরিসংখ্যান।