Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জে এম শাখা,রাজবাড়ী
বিস্তারিত

জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী,


নাগরিক সেবা
নাগরিক সেবা

ক্র নং

কার্যাবলী

০১।

পুলিশ ম্যাজিস্ট্রেসি, নারী ও শিশু নির্যাতন দমন,  চোরাচালান, আইন-শৃঙ্খলা, মাদকদ্রব্য, এসিড,  চাঞ্চল্যকর লোমহর্ষক মামলা  ইত্যাদি সংক্রান্ত সভার আয়োজন, কার্যবিবরণী তৈরী ও মুল্যায়ন।

০২।

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত, ১৪৪ ধারা জারী সংক্রান্ত।

০৩।

বিভিন্ন পাবলিক পরীক্ষা, নির্বাচন, উচ্ছেদ কার্যক্রম ও আইন-শৃঙ্খলা রক্ষাকল্পে ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত কাজ।

০৪।

জেলখানা সংক্রান্ত (বন্দিমুক্তি, জুভেনাইল, জেলগেটে দলিল সম্পাদন, মাসিক রিপোর্ট রির্টান, উর্দ্ধতন কর্মকর্তা কর্তৃক জেলখানা পরিদর্শন প্রভৃতি)।

০৫।

মহামান্য হাইকোর্টের বিভিন্ন আদেশ, নোটিশ, রুলিংয়ের জবাব ইত্যাদি।

০৬।

অত্র জেলা/অন্য জেলার বিজ্ঞ আদালত হতে আসা সাক্ষীর প্রতি সমন/ওয়ারেন্ট ও বিভিন্ন আদেশ প্রতিপালন।

০৭।

বিজ্ঞ আদালতে আদেশ মোতাবেক কবর হইতে লাশ উত্তোলন/নিলাম সংক্রান্ত কাজে ম্যাজিস্ট্রেট নিয়োগ।

০৮।

রাজনৈতিক কারনে দায়েরকৃত মামলা সংক্রান্ত কাজ।

০৯।

বিভিন্ন সভার অনুমতিসহ ওরসের অনুমতি, নিষিদ্ধ দিবসে গরু-ছাগল জবাইয়ের অনুমতি, অতিথি আপ্যায়নের অনুমতি সংক্রান্ত।

১০।

বন্দুক, পিস্তল, রিভলবার ইত্যাদি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান সংক্রান্ত, এসিড লাইসেন্স প্রদান সংক্রান্ত, জ্বালানী তেল ও বিস্ফোরক দ্রব্যাদি বিক্রয়ের অনাপত্তি সনদ প্রদান সংক্রান্ত কাজ।

১১।

প্রিন্টিং, প্রেস এন্ড পাবলিকেসন্স এবং পত্রিকা ডিক্লারেশন সংক্রান্ত কাজ।

১২।

ভ্রাম্যমান আদালত পরিচালনা সংক্রান্ত কাজ।

১৩।

পিপি/এপিপি নিয়োগ ও বিল প্রদান সংক্রান্ত কাজ।

১৪।

ক্যাবল নেটওয়ার্ক সম্পর্কিত কাজ।

১৫।

বিভিন্ন অভিযোগ সংক্রান্ত বিবিধ আবেদন।

১৬।

বিআরটিএ সংক্রান্ত কাজ।

সচরাচর জিজ্ঞাস্য

ক্রঃ নং

প্রশ্ন

উত্তর

০১।

এসিড ব্যবহার ও বিক্রয়ের লাইসেন্স প্রদান হয় করা কিনা?

হ্যাঁ, নির্দিষ্ট ফরমে আবেদন প্রাপ্তীর পর তদন্ত সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়।

০২।

আবেদন ফরম কোথায় পাওয়া যায়?

জেলা প্রশাসকের কার্যালয় জে এম শাখায় বিনামূল্যে আবেদন ফরম পাওয়া যায়।

০৩।

আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র দিতে হয়?

আবেদনপত্রে বর্ণিত কাগজপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে।

০৪।

এসিড বিক্রয়ের লাইসেন্সের জন্য লাইসেন্স ফি কত টাকা এবং কিভাবে দিতে হবে?

এসিড বিক্রয়ের লাইসেন্সের জন্য লাইসেন্স ফি ৫০০০/- টাকা চালানের মাধ্যমে ০-২২০১-০০০১-১৮৫৪ কোড নম্বরে জমা দিতে হবে।

০৫।

কোন ব্যাংকে এবং কোন শাখায় জমা দিতে হবে?

 

০৬।

এসিড ব্যবহার লাইসেন্সের জন্য লাইসেন্স ফি কত টাকা এবং কিভাবে দিতে হবে?

এসিড ব্যবহার লাইসেন্সের জন্য লাইসেন্স ফি ৭০০০/- টাকা চালানের মাধ্যমে ০-২২০১-০০০১-১৮৫৪ কোড নম্বরে জমা দিতে হবে।

০৭।

প্রতি বছর এসিড বিক্রয়ের লাইসেন্স এর নবায়ন ফি কত টাকা এবং কিভাবে দিতে হবে?

এসিড বিক্রয়ের লাইসেন্সের নবায়ন ফি বাবদ মুল লাইসেন্সের ৫% হারে অর্থ্যাৎ ২৫০/- টাকা চালানের মাধ্যমে ০-২২০১-০০০১-১৮৫৪ কোড নম্বরে সোনালী ব্যাংক, সিরাজগঞ্জ প্রধান শাখায় জমা দিতে হবে।

০৮।

প্রতি বছর এসিড ব্যবহারের লাইসেন্স এর নবায়ন ফি কত টাকা এবং কিভাবে দিতে হবে?

এসিড ব্যবহারের লাইসেন্সের নবায়ন ফি বাবদ মুল লাইসেন্সের ৫% হারে অর্থ্যাৎ ৩৫০/- টাকা চালানের মাধ্যমে ০-২২০১-০০০১-১৮৫৪ কোড নম্বরে সোনালী ব্যাংক, সিরাজগঞ্জ প্রধান শাখায় জমা দিতে হবে।

০৯।

লাইসেন্স নবায়নের শেষ তারিখ কখন হয়?

লাইসেন্স নবায়নের শেষ তারিখ ৩০ জুন। ইহার পর নবায়ন করা হয় না।  (তবে ৩০ জুনের মধ্যে আবেদন করা থাকলে ৩১ জুলাই পর্যন্ত নবায়ন করা হয়। আবেদন করা না থাকলে দ্বিগুন ফি দিয়ে ৩১ জুলাই তারিখ পর্যন্ত নবায়ন করা যাবে। অন্যথায় লাইসেন্সটি বাতিল বলে গন্য হবে।)


চলতি প্রকল্পসমূহ

বর্তমান কো প্রকল্প নেই।


কার্যক্রম
শাখার কার্যক্রম

পুলিশ ম্যাজিস্ট্রেসি, নারী ও শিশু নির্যাতন দমন,  চোরাচালান, আইন-শৃঙ্খলা, মাদকদ্রব্য, এসিড,  চাঞ্চল্যকর লোমহর্ষক মামলা  ইত্যাদি সংক্রান্ত সভার আয়োজন, কার্যবিবরণী তৈরী ও মুল্যায়ন।

Ø জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত, ১৪৪ ধারা জারী সংক্রান্ত।
Ø বিভিন্ন পাবলিক পরীক্ষা, নির্বাচন, উচ্ছেদ কার্যক্রম ও আইন-শৃঙ্খলা রক্ষাকল্পে ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত কাজ। 
Ø জেলখানা সংক্রান্ত (বন্দিমুক্তি, জুভেনাইল, জেলগেটে দলিল সম্পাদন, মাসিক রিপোর্ট রির্টান, উর্দ্ধতন কর্মকর্তা কর্তৃক জেলখানা পরিদর্শন প্রভৃতি)।
Ø মহামান্য হাইকোর্টের বিভিন্ন আদেশ, নোটিশ, রুলিংয়ের জবাব ইত্যাদি।
Ø অত্র জেলা/অন্য জেলার বিজ্ঞ আদালত হতে আসা সাক্ষীর প্রতি সমন/ওয়ারেন্ট ও বিভিন্ন আদেশ প্রতিপালন।
Ø বিজ্ঞ আদালতে আদেশ মোতাবেক কবর হইতে লাশ উত্তোলন/নিলাম সংক্রান্ত কাজে ম্যাজিস্ট্রেট নিয়োগ।
Ø রাজনৈতিক কারনে দায়েরকৃত মামলা সংক্রান্ত কাজ।
Ø বিভিন্ন সভার অনুমতিসহ ওরসের অনুমতি, নিষিদ্ধ দিবসে গরু-ছাগল জবাইয়ের অনুমতি, অতিথি আপ্যায়নের অনুমতি সংক্রান্ত।
Ø বন্দুক, পিস্তল, রিভলবার ইত্যাদি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান সংক্রান্ত, এসিড লাইসেন্স প্রদান সংক্রান্ত, জ্বালানী তেল ও বিস্ফোরক দ্রব্যাদি বিক্রয়ের অনাপত্তি সনদ প্রদান সংক্রান্ত কাজ।
Ø প্রিন্টিং, প্রেস এন্ড পাবলিকেসন্স এবং পত্রিকা ডিক্লারেশন সংক্রান্ত কাজ।
Ø ভ্রাম্যমান আদালত পরিচালনা সংক্রান্ত কাজ।
Ø পিপি/এপিপি নিয়োগ ও বিল প্রদান সংক্রান্ত কাজ।
Ø ক্যাবল নেটওয়ার্ক সম্পর্কিত কাজ।
Ø বিভিন্ন অভিযোগ সংক্রান্ত বিবিধ আবেদন।
Ø বিআরটিএ সংক্রান্ত কাজ।


যোগাযোগ

জেএম শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ীফোন- ০৬৪১-৬৫২১৪


অন্যান্য

0


ছবি
www.rajbari.gov.bd/dcoffice_section/88fa9a8c_2015_11e7_8f57_286ed488c766/Untitled_0.jpg
ভারপ্রাপ্ত কর্মকর্তা