সংক্ষিপ্ত বর্ণনাঃ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাধীন সূর্য্যদিয়া গ্রামে চন্দনা নদীর তীরে মনোরম পরিবেশে এলাকার সর্বসাধারনের প্রচেষ্টায় ১৯৮২ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা লাভ করে। ১৯৯৪ সালে মাদ্রাসাটি স্বীকৃতি প্রাপ্ত হয়। মাদ্রাসাটিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা খুবই সন্তোষজনক।
অত্র এলাকাটি ছিল খুবই অনগ্রসর। এলাবাসীর বেশীরভাগই দরিদ্র সীমার নিচে বাস করত। এসব কথা ভেবেই এ এলাকার সচেতন ব্যাক্তিবর্গ ১৯৮২ সালে সূর্য্যদিয়া গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেন। বর্তমানে মাদ্রাসাটি সুনামের সাথে পরিচালিত হচ্ছে। সকল পরীক্ষার পাশের হার সন্তোষজনক। বর্তমানে মাদ্রাসাটিতে শিক্ষক কর্মচারীর সংখ্যা-১৫ জন এবং
বর্তমান পরিচালনা কমিটির তথ্য ঃ নিয়মিত
পাবলিক পরীক্ষার ফলাফলঃ ২০০৭=৫০%, ২০০৮=৬০%, ২০০৯=৩০%, ২০১০=৯৫%, ২০১১=৯৫%
ভবিষ্যৎ পরিকল্পনাঃ আলিম কোর্স চালু করার পরিকল্পনা এবং সরকারী করন।
সূর্যদিয়া দাখিল মাদ্রাসা, সূর্য্যদিয়া,
আব্দুল জলিল
প্রধান শিক্ষক
মোবাইলঃ ০১৭২১৬০০০৯৭
ই-মেইলঃ
কালুখালী, রাজবাড়ী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস