সংক্ষিপ্ত বর্ণনা
০১/০১/১৯৮৩ ইং (মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি)
পুকুর- ২২ শতাংশ, কৃষিজমি- ২৭ শতাংশ।
খ) বিজ্ঞান
গ) সামাজিক বিজ্ঞান
ঘ) ব্যবসায় শিক্ষা
ঙ) কম্পিউটার শিক্ষা
চ) কৃষি শিক্ষা
ইতিহাসঃ
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাধীন বহরপুর ইউনিয়ন পরিষদের রাজবাড়ী ভাটিয়াপাড়া রেল পথের আড়কান্দি রেল ষ্টেশন থেকে প্রায় ৫ পাঁচ কিলোমিটার উত্তর পূর্বে প্রত্যন্ত পল্লীর বিলাঞ্চলে ছায়াবিথি ঘেরা বারুগ্রামের এক মনোরম পরিবেশে অবস্থিত আমাদের প্রাণপ্রিয় এ বিদ্যাপিঠ ‘‘বারুগ্রাম উচ্চ বিদ্যালয়’’। সেদিনের এ দূর্গম অঞ্চলের শিক্ষা প্রসারের কথা ভেবে যাদের হৃদয় বিচলিত হয়েছিল তাদেরই স্বপ্নের সফল প্রকাশ এ শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ের স্বপ্ন দ্রষ্টা স্বর্গীয় শ্রীবাস চন্দ্র দাস মহাশয়, রূপকার মরহুম আব্দুল গফুর মোল্লা, মরহুম হাজী আব্দুস সাত্তার মোল্লা, স্বর্গীয় সুরেন চক্রবর্ত্তীসহ একদল শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ও কর্মচঞ্চল নিবেদিত প্রাণ যুব শক্তির নিরলস অক্লান্ত পরিশ্রমে এবং তৎকালীন বহরপুর ইউনিয়নের সুনাম ধন্য চেয়ারম্যান মরহুম জনাব শেখ নজির আহমেদ সাহেবের পৃষ্ঠপোষকতায় ইং ১৯৬০ সালের ১ জানুয়ারী থেকে যাত্রা শুরু হয় এ শিক্ষা প্রতিষ্ঠান। সেই থেকে তার চলার গতি আজও অব্যাহত দীপ্তিমান।
এলাকাবাসীর আন্তরিক প্রচেষ্টা, কঠোর পরিশ্রম আর অনুদানে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি আজও এলাকায় শিক্ষাদানে নিবেদিত। অনুসরনীয় সে মহান আদর্শকে সামনে রেখেই একটি সুযোগ্য ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের যোগ্যও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী শিক্ষাদানে ব্রতী রয়েছেন। তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ অনুদান ও অবদানে প্রতিষ্ঠানটি সমৃদ্ধ হয়েছে তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের শ্রী বৃদ্ধিতে আপনাদের সকলের সহানুভূতি ও সহযোগিতা কামনা করি।
ছাত্র-ছাত্রীর সংখ্যা(শ্রেণী ভিত্তিক) | ৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম |
৯০ | ৭৫ | ৮৫ | ৫২ | ৫০ |
বিগত ৫বছরের সমাপণী | জে.এস.সি | ২০১০ | ২০১১ | ||||
৬৬% | ৫৬% | ||||||
পাবলিক পরীক্ষার ফলাফল | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ | ২০১২ | ||
৬১% | ৮১% | ৫৬.২৬% | ৯৮% | ৯৫.৩৫% |
শিক্ষা বৃত্তির তথ্য | ১৯৮৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত জুনিয়র বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রী- ট্যালেন্টপুল- ০৬জন, সাধারণ বৃত্তি- ২২ জন। |
অর্জন | ২০১১ সালের এস.এস.সি পরীক্ষার ফলাফল উপজেলার মধ্যে ১ম স্থান অধিকারও উদ্দীপনা পুরস্কার প্রাপ্ত। |
ভবিষ্যৎ পরিকল্পনাঃ
১। শিক্ষার্থীদের মনে সর্বশক্তিমান স্রস্টার প্রতি গভীর শ্রদ্ধা ও অটল বিশ্বাস গড়ে তোলা।
২। শিক্ষার্থীদের মনে সামাজিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা।
৩। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে সৎচরিত্রবান, দেশপ্রেমিক ও আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা।
৪। শিক্ষার্থীদের মেধা ও প্রবনতা অনুযায়ী তাদের প্রতিভার বিকাশ ঘটান ও সৃজনশীলতাকে লালন পালন করা।
৫। শিক্ষার্থীদের মধ্যে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, সহিষ্ণুতা, সাহসিকা, সত্যবাদিতা এবং দেশাত্ববোধ জাগিয়ে তোলা।
৬। আধুনিক ও যুগপোযোগী তথ্য প্রযুক্তি শিক্ষায় শিক্ষার্থীদেরকে শিক্ষিত করে তোলা।
যোগাযোগ (ইমেইল এড্রেস সহ) | প্রধান শিক্ষক-মোইল নং ০১৭৪৯-০৬৩৬০৯, ইমেইল- bhs6610@yahoo.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস