Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পদ্মা কন্যা রাজবাড়ী
ডাউনলোড

খরস্রোতা পদ্মানদী বিধৌত জেলা রাজবাড়ী। পদ্মা নদীর কোলে গড়ে ওঠা এ জেলা পরিচিতি পেয়েছে ‘পদ্মা কন্যা রাজবাড়ী’ হিসেবে। দেশের দক্ষিণ বঙ্গের ২১ টি জেলার প্রবেশদ্বার ও পদ্মা-যমুনার মিলনস্থল গোয়ালন্দ এ জেলাকে করেছে স্বাতন্ত্র্য বৈশিষ্ট মন্ডিত। ফলে এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ জেলার বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট, প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস , ঐতিহ্য, প্রত্নতাত্তিক নিদর্শন ও সংস্কৃতিকে বিবেচনায় রেখে এ জেলার স্বাতন্ত্র্যকে বিকশিত করার লক্ষ্যে কার্যকরভাবে জেলা  ব্যান্ডিংয়ের মাধ্যমে রাজবাড়ী জেলাকে দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডল তুলে ধরা সম্ভব। এর মাধ্যমে রাজবাড়ী জেলার স্বকীয়তা সংরক্ষণ ও পরিচিত বৃদ্ধির পাশাপাশি এর অর্থনৈতিক সম্ভাবনাকে  কাজে লাগানো যাবে,  যা এ অঞ্চলের ও দেশীয় সামগ্রিক অর্থনীতিতে  ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে।

পদ্মা নদী: পদ্মা নদী (Padma River)  মূলত গঙ্গার নিম্ন স্রোতধারার নাম, আরও নির্দিষ্টভাবে বলা যায় গোয়ালন্দ ঘাটে গঙ্গা ও যমুনার সঙ্গম স্থলের পরবর্তী মিলিত প্রবাহই পদ্মা নামে অভিহিত। এককালীন  অত্যন্ত গুরুত্বপূর্ণ গোয়ালন্দ-চাঁদপুর স্টিমার চলাচল পথের অধিকাংশই এই নদী জুড়ে রাজবাড়ী জেলার উত্তরে পদ্মা নদী অবস্হিত।

রাজবাড়ী জেলা ব্র্যান্ডিং: “পদ্মা কন্যা রাজবাড়ী।”

“The Daughter of the Padma, Rajbari”

শ্লোগান:      “পদ্মা কন্যা রাজবাড়ী

            তাকে নিয়ে আমরা গর্ব করি”

 

“The Daughter of the Padma, Rjabari is our pride”