আজ ০৫ মার্চ ২০২৫ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রেতাদের কাছে স্বল্পমূল্যে পৌঁছে দিতে রাজবাড়ীতে ন্যায্যমূল্যের বাজার উদ্বোধন করা হয়েছে। ২ নং রেলগেট এলাকায় এই বাজারের উদ্বোধন করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার।
জেলা প্রশাসনের আয়োজনে এবং পৌরসভা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সার্বিক সহযোগিতায় পুরো রমজান মাসব্যাপী এ বাজারের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ৬টা থেকে ইফতারের আগ পর্যন্ত এই বাজার চলবে। বাজারে সকল ধরনের কাঁচা শাকসবজি, পেঁয়াজ, রসুন, ডিম ও ফল বিক্রি করা হবে। পাশাপাশি এখানে টিসিবির একটি ট্রাকও রাখা হয়েছে, যাতে এখানে যারা ন্যায্যমূল্যে পণ্য কিনতে আসবে, তারা একইসঙ্গে টিসিবির পণ্যগুলোও সংগ্রহ করতে পারেন।
এ সময় মো. ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাজবাড়ীসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও ছাত্রপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস