জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আজ ১১ জ্যৈষ্ঠ ১৪৩১ (২৫ মে ২০২৪) তারিখ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 'অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল' শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু কায়সার খান, জেলা প্রশাসক, রাজবাড়ী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জি এম আবুল কালাম আজাদ, পিপিএম, পুলিশ সুপার, রাজবাড়ী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাজবাড়ী জনাব সিদ্ধার্থ ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন জনাব পার্থ প্রতিম দাশ, জেলা কালচারাল অফিসার, রাজবাড়ী। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস