কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
বর্তমান রাজবাড়ী জেলা বিভিন্ন সময় বিভিন্ন জেলার অন্তর্ভুক্ত ছিল। ১৭৬৫ সালে ইংরেজরা বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভের পর উত্তর পশ্চিম ফরিদপুর (বর্তমান রাজবাড়ী জেলার কিয়দংশ) অঞ্চল রাজশাহীর জমিদারীর অন্তর্ভুক্ত ছিল। নাটোর রাজার জমিদারী চিহ্ন হিসেবে রাজবাড়ী জেলার বেলগাছিতে রয়েছে স্নানমঞ্চ, দোলমঞ্চ। পরবর্তীতে এ জেলা এক সময় যশোর জেলার অংশ ছিল। ১৮১১ সালে ফরিদপুর জেলা সৃষ্টি হলে রাজবাড়ীকে এর অন্তর্ভুক্ত করা হয়।
১৯৮৩ সালে সরকার প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিটি থানাকে মান উন্নীত থানায় রূপান্তরিত করলে রাজবাড়ীকে মান উন্নীত থানা ঘোষণা করা হয়। ১৯৮৩ সালের ১৮ই জুলাই থেকে সরকার অধ্যাদেশ জারী করে সকল মান উন্নীত থানাকে উপজেলায় রূপান্তরিত করার ফলে রাজবাড়ী উপজেলা হয়। গোয়ালন্দ মহকুমার প্রশাসনিক দপ্তর রাজবাড়ীতে থাকায় অবশেষে ১৯৮৪ সালের ১ মার্চ সকল মহকুমাকে জেলা হিসেবে ঘোষণা করা হয়। সে থেকে রাজবাড়ী জেলায় রূপান্তরিত হয়।
রাজবাড়ী যে কোন রাজার বাড়ীর নামানুসারে নামকরণ করা হয়েছে এ বিষয়ে কোন সন্দেহ নেই। রাজার নামে রাজবাড়ী। নাওয়ারা চৌধুরীগণের বাড়ি স্বদেশীগণের নিকট রাজবাড়ী নামে অভিহিত ছিল। মতান্তরে রাজা সূর্য কুমারের নামানুসারে রাজবাড়ীর নামকরণ হয়।
পূর্বে মানিকগঞ্জ, পশ্চিমে কুষ্টিয়া, উত্তরে পাবনা, দক্ষিনে ফরিদপুর ও মাগুরা জেলা ।
রাজবাড়ী জেলার উত্তরে পদ্মা নদী, পশ্চিম থেকে পূর্বে পদ্মা ও যমুনার সঙ্গমস্থল দৌলতদিয়ার সামান্য উত্তরে আরিচা ঘাট। পদ্মার অপর পারে পাবনা ও মানিকগঞ্জ। দক্ষিণে পদ্মার শাখা নদী গড়াই নদী, গড়াই-এর ওপারে ঝিনাইদহ ও মাগুরা জেলা। পূর্বে ফরিদপুর ও পশ্চিমে কুষ্টিয়া। রাজবাড়ীকে ঘিরে পদ্মা, চন্দনা, গড়াই নদী ও হড়াই নদী, কুমার নদী ও চিত্রা নদী।
পূর্বে মানিকগঞ্জ, পশ্চিমে কুষ্টিয়া, উত্তরে পাবনা, দক্ষিনে ফরিদপুর ও মাগুরা জেলা ।
মেঘনা প্লাবনভূমির বিচ্ছিন্ন অংশসমূহ সুষম এবং প্রধানত পলিমাটি দ্বারা গঠিত, যা মৌসুমি ঋতুতে বৃষ্টিপাতের কারণে গভীরভাবে প্লাবিত হয়ে থাকে।,রাজবাড়ী, জেলা এই গাঙ্গেয় প্লাবনভূমির অন্তর্ভুক্ত।
জেলার নাতিশীতোষ্ণ আবহাওয়ায় তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত ২২.২৪ থেকে ৩৭.৭৭ মিঃমিঃ । বাতাসের আদ্রতা ৭৫ শতাংশ ।
পদ্মা তীরবর্তী অঞ্চল বিধায় মৎস্য সম্পদের আধারে রয়েছে কাতল ,ইলিশ, আইড়সহ স্বাদু পানির বিভিন্ন মাছ।
নির্বাচনী এলাকার/সংসদীয় আসনের নাম |
সাংসদের নাম |
ফোন ও ই-মেইল |
মন্তব্য( কোন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কি না/ |
রাজবাড়ী-১ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলা ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত। |
কাজী কেরামত আলী |
01715564484 rajbari.1@parliament.gov.bd |
|
রাজবাড়ী-২ |
মোঃ জিল্লুল হাকিম |
01789328144 rajbari.2@parliament.gov.bd |
|
|
|
|
|
|
|
|
আলিউজ্জামান চৌধুরী (টিটো) |
|
|
মোঃ মোস্তফা মুন্সী০১৭৭০-৬৭৪৮০০
|
০১৭৭০-৬৭৪৮০০
|
|
মো: আবুল কালাম আজাদ |
01712466109 ইমেইল : baliakandiupc@gmail.com |
|
|
|
পৌরসভার নাম |
মেয়রের নাম |
মোবাইল নং |
রাজবাড়ী পৌরসভা |
জনাব মোঃ আলমগীর শেখ তিতু |
০১৯২৪৯৯২৭০৯ |
পাংশা পৌরসভা |
জনাব মোঃ ওয়াজেদ আলী |
০১৭১২৫০৬০০৬ |
গোয়ালন্দ পৌরসভা |
জনাব মোঃ নজরুল ইসলাম মণ্ডল |
০১৭১২৫০৯৬৯৮ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস