Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে রাজবাড়ী
  • জেলা সৃষ্টির ইতিহাস

বর্তমান রাজবাড়ী জেলা বিভিন্ন সময় বিভিন্ন জেলার অন্তর্ভুক্ত ছিল। ১৭৬৫ সালে ইংরেজরা বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভের পর উত্তর পশ্চিম ফরিদপুর (বর্তমান রাজবাড়ী জেলার কিয়দংশ) অঞ্চল রাজশাহীর জমিদারীর অন্তর্ভুক্ত ছিল। নাটোর রাজার জমিদারী চিহ্ন হিসেবে রাজবাড়ী জেলার বেলগাছিতে রয়েছে স্নানমঞ্চ, দোলমঞ্চ। পরবর্তীতে এ জেলা এক সময় যশোর জেলার অংশ ছিল। ১৮১১ সালে ফরিদপুর জেলা সৃষ্টি হলে রাজবাড়ীকে এর অন্তর্ভুক্ত করা হয়।

১৯৮৩ সালে সরকার প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিটি থানাকে মান উন্নীত থানায় রূপান্তরিত করলে রাজবাড়ীকে মান উন্নীত থানা ঘোষণা করা হয়। ১৯৮৩ সালের ১৮ই জুলাই থেকে সরকার অধ্যাদেশ জারী করে সকল মান উন্নীত থানাকে উপজেলায় রূপান্তরিত করার ফলে রাজবাড়ী উপজেলা হয়। গোয়ালন্দ মহকুমার প্রশাসনিক দপ্তর রাজবাড়ীতে থাকায় অবশেষে ১৯৮৪ সালের ১ মার্চ সকল মহকুমাকে জেলা হিসেবে ঘোষণা করা হয়। সে থেকে রাজবাড়ী জেলায় রূপান্তরিত হয়।


  • নামকরণ

রাজবাড়ী যে কোন রাজার বাড়ীর নামানুসারে নামকরণ করা হয়েছে এ বিষয়ে কোন সন্দেহ নেই। রাজার নামে রাজবাড়ী। নাওয়ারা চৌধুরীগণের বাড়ি স্বদেশীগণের নিকট রাজবাড়ী নামে অভিহিত ছিল। মতান্তরে রাজা সূর্য কুমারের নামানুসারে রাজবাড়ীর নামকরণ হয়।


  • ভৌগলিক অবস্থান
  • অবস্থানঃ

     পূর্বে মানিকগঞ্জ, পশ্চিমে কুষ্টিয়া, উত্তরে পাবনা, দক্ষিনে ফরিদপুর ও মাগুরা জেলা ।

  • আয়তনঃ ১০৯২.৩০ বর্গ কিঃ মিঃ
  • সীমানাঃ

রাজবাড়ী জেলার উত্তরে পদ্মা নদী, পশ্চিম থেকে পূর্বে পদ্মা ও যমুনার সঙ্গমস্থল দৌলতদিয়ার সামান্য উত্তরে আরিচা ঘাট। পদ্মার অপর পারে পাবনা ও মানিকগঞ্জ। দক্ষিণে পদ্মার শাখা নদী গড়াই নদী, গড়াই-এর ওপারে ঝিনাইদহ ও মাগুরা জেলা। পূর্বে ফরিদপুর ও পশ্চিমে কুষ্টিয়া। রাজবাড়ীকে ঘিরে পদ্মা, চন্দনা, গড়াই নদী ও হড়াই নদী, কুমার নদী ও চিত্রা নদী।

  • সীমান্তবর্তী জেলা সমূহ

             পূর্বে মানিকগঞ্জ, পশ্চিমে কুষ্টিয়া, উত্তরে পাবনা, দক্ষিনে ফরিদপুর ও মাগুরা জেলা ।

  • ভূপ্রকৃতি

          মেঘনা প্লাবনভূমির বিচ্ছিন্ন অংশসমূহ সুষম এবং প্রধানত পলিমাটি দ্বারা গঠিত, যা মৌসুমি ঋতুতে বৃষ্টিপাতের কারণে গভীরভাবে প্লাবিত হয়ে থাকে।,রাজবাড়ী, জেলা এই গাঙ্গেয় প্লাবনভূমির অন্তর্ভুক্ত।

  • প্রধান নদ-নদী 
    •    ৬ টি (পদ্মা, গড়াই, চন্দনা, চত্রা, হড়াই ও কুমার)
  • জলবায়ু

          জেলার নাতিশীতোষ্ণ আবহাওয়ায় তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত ২২.২৪ থেকে ৩৭.৭৭ মিঃমিঃ । বাতাসের আদ্রতা ৭৫ শতাংশ ।

  • জীববৈচিত্র

           পদ্মা তীরবর্তী অঞ্চল বিধায়  মৎস্য সম্পদের  আধারে রয়েছে কাতল ,ইলিশ, আইড়সহ স্বাদু পানির বিভিন্ন মাছ।

  • প্রশাসনিক তথ্যঃ
    • জনসংখ্যা ১০,১৫,৫১৯ জন
  • শিক্ষার হারঃ
    • ৫২.৩ %
  • সংসদীয় আসন সংখ্যাঃ ২টি                                                                                         

নির্বাচনী এলাকার/সংসদীয় আসনের নাম

সাংসদের নাম

ফোন ও ই-মেইল

মন্তব্য (কোন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কি না)

রাজবাড়ী-২ রাজবাড়ী জেলার পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে গঠিত।

 




 রাজবাড়ী-১  রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলা ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত।

   




  • সিটি কর্পোরেশনের নাম
  • উপজেলাঃ
    • উপজেলার নাম
    • উপজেলা পরিষদের , প্রশাসকের নাম
    • ফোন ও ই-মেইল
    • রাজবাড়ী সদর
    মো: রবিউল আলম
    01733336404, unorajbari@mopa.gov.bd
    • কালুখালী
    মহুয়া আফরোজ
    01733336406, unokalukhali@mopa.gov.bd
    • গোয়ালন্দ
    জ্যোতি বিকাশ চন্দ্র
    01733336408, unogoalanda@mopa.gov.bd
    • বালিয়াকান্দি
    মো: হাসিবুল হাসান
    01733336405, unopangsa@mopa.gov.bd
    • পাংশা
    মোঃ মাসুদুর রহমান রুবেল ,
    01733336407, unobaliakandi@mopa.gov.bd
    • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
      • ৩ টি ( পাংশা, কালুখালী, বালিয়াকান্দি)
    • পৌরসভাঃ

      পৌরসভার নাম

      প্রশাসকের নাম

      মোবাইল নং

      রাজবাড়ী পৌরসভা

      সিদ্ধার্থ ভৌমিক

      পাংশা পৌরসভা

      মোঃ মাসুদুর রহমান রুবেল
      01733336407

      গোয়ালন্দ পৌরসভা

      জ্যোতি বিকাশ চন্দ্র
      01733336408
    • ইউনিয়ন পরিষদঃ ৪২ টি
    • আবাসন/আশ্রয়ণ প্রকল্পঃ
      • আবাসন প্রকল্প ৪ টি, আশ্রয়ন প্রকল্প ২ টি
    • আদর্শ গ্রাম
      • ১০ টি
    • স্কুলের সংখ্যা
      • প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা  ৪১৯ টি
    • মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা
      • ১৪০ টি ( সরকারী ৪ টি )
    • কলেজের সংখ্যা
      • ২৫ টি ( সরকারী ২ টি)
    • বিশ্ববিদ্যালয়ের সংখ্যা
    • মেডিক্যাল কলেজের সংখ্যা
    • প্রযোজ্য নয়।
    • জেনারেল হাসপাতালের সংখ্যা 
    • ইতিহাস ও  ঐতিহ্য
      • মুক্তিযুদ্ধের স্মৃতি
      • লোকোশেড বধ্যভূমি
      • গোয়ালন্দের গণকবর
      • পাংশার তারাপুর ব্রিজ বধ্যভূমি
    • দর্শনীয় স্থান
      • কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্স
      • এক্রোবেটিক সেন্টার
      • আবুল হোসেন ট্রাস্ট ও মিউজিয়াম
      • কুটি পাঁচুরিয়া জমিদার বাড়ী
      • গোদার বাজার পদ্মা নদীর তীর
    • বিশেষ উৎসব
      • নবান্ন উৎসব, পিঠা উৎসব।
    • ক্ষুদ্র-নৃগোষ্ঠী
      • বুনো, বিন্দি, বেহারা, বাগদী, কোল।