Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগোলিক পরিচিতি

 

 

রাজবাড়ী জেলা ঢাকা বিভাগের অন্তর্গত। আয়তন ১২০৪ বর্গ কিলোমিটার। রাজবাড়ী জেলা ২৩৩৫′-২৩৫৫′ উত্তর অক্ষাংশ এবং ৮৯০৯′-৮৯৫৫′ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। উত্তরে পাবনা জেলা, দক্ষিণে ফরিদপুর ও মাগুরা জেলা, পূর্বে মানিকগঞ্জ জেলা, পশ্চিমে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা। নদী বিধৌত পদ্মার পলি মাটি দিয়ে এই জেলার অধিকাংশ ভূমি গঠিত। এই জেলার প্রধান নদী পদ্মা, গড়াই, হড়াই ও চন্দনা। বার্ষিক সর্বোচ্চ গড় তাপমাত্রা ৩৫.৮সেলসিয়াস এবং সর্বনিম্ন ১২.৬সেলসিয়াস। বার্ষিক বৃষ্টিপাত ২১০৫ মিমি। বাতাসের আর্দ্রতা ৭৫%। ১৯৬১, ১৯৭১, ১৯৮৭ ও ১৯৮৮ সালের বন্যায় রাজবাড়ীর ব্যাপক ক্ষতিসাধিত হয়। ১৯৮৭ ও ১৯৮৮ সালের বন্যায় শহরের ৯৭ ভাগ বাড়ীঘর ৩ ফুট পানির নিচে তলিয়ে যায়।