"মুজিব বর্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০" এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন
আজ ১৬ ডিসেম্বর ২০২০ জেলা প্রশাসন রাজবাড়ীর কর্তৃক মুজিব বর্ষ উপলক্ষ্যে অফিসার্স ক্লাব, রাজবাড়ীর ব্যবস্থাপনায় অফিসার্স ক্লাব মঞ্চে "মুজিব বর্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০" এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজবাড়ী জেলার শ্রদ্ধেয় জেলা প্রশাসক জনাব দিলসাদ বেগম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সারোয়ার আহমেদ সালেহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সাধারণ সম্পাদক, অফিসার্স ক্লাব, রাজবাড়ী।
এ সময় উপস্থিত ছিলেন জনাব ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, সিভিল সার্জন, রাজবাড়ী; জনাব বাকাহীদ হোসেন, উপ-পরিচালক, স্থানীয় সরকার, রাজবাড়ী; জনাব সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রাজবাড়ী; জনাব মোঃ মাহবুবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), রাজবাড়ী; জনাব মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, রাজবাড়ী; জনাব মোঃ সাইদুজ্জামান খান, উপজেলা নির্বাহী অফিসার, রাজবাড়ী সদরসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও অফিসার্স ক্লাব রাজবাড়ী এর সম্মানিত সদস্যবৃন্দ।
মুজিব বর্ষ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে পাঁচটি ইভেন্টে সাতটি খেলা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলার সকল সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সরকারি কর্মকর্তাগণের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি অটুট রাখতে অফিসার্স ক্লাব, রাজবাড়ী কর্তৃক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।