জেলা প্রশাসন, রাজবাড়ী কর্তৃক আজ ১৬ ডিসেম্বর ২০২০ মহান বিজয় দিবস ও মুজিব বর্ষ উপলক্ষ্যে জেলার হতদরিদ্র মানুষের মাঝে রিক্সা বিতরণ
জেলা প্রশাসন, রাজবাড়ী কর্তৃক আজ ১৬ ডিসেম্বর ২০২০ মহান বিজয় দিবস ও মুজিব বর্ষ উপলক্ষ্যে রাজবাড়ী জেলার হতদরিদ্র মানুষের মাঝে রিক্সা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে হতদরিদ্র মানুষের মাঝে রিক্সা বিতরণ করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক জনাব দিলসাদ বেগম।
এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব ফকির আব্দুল জব্বার, চেয়ারম্যান, পরিষদ রাজবাড়ী; জনাব ডা. মোঃ ইব্রাহিম টিটন, সিভিল সার্জন, রাজবাড়ী; জনাব মাহবুবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), রাজবাড়ীসহ রাজবাড়ী জেলার সম্মানিত প্রমূখ বীর মুক্তিযোদ্ধাগণ এবং সংশ্লিষ্ট অন্যান্যরা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সারোয়ার আহমেদ সালেহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাজবাড়ী।
উল্লেখ্য, জেলা প্রশাসন, রাজবাড়ী কর্তৃক এসময় ১৪ জনের মাঝে সমিতি আকারে ১০টি রিক্সা প্রদান করা হয়।