Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মহিলা ক্রীড়া সংস্থা

মহিলা ক্রীড়া সংস্থা রাজবাড়ীর  মূল স্লোগান মহিলাদের খেলাধুলার মানোন্নয়ন । এ স্লোগান নিয়ে রাজবাড়ী জেলা মহিলা ক্রীড়া সংস্থা জেলার সকল কর্মসূচী পালন করে আসছে এবং বাংলাদেশের বিভিন্ন ফেডারেশন কর্তৃক আয়োজিত বিভিন্ন খেলাধুলায় জেলা মহিলা ক্রীড়া সংস্থা অংশগ্রহন করে থাকে এছাড়াও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা কর্তৃক বার্ষিক ক্রীড়া পুঞ্জির খেলাধুলায়ও অংশগ্রহন করে থাকে । এ প্রতিষ্ঠানটি জাতীয় ক্রীড়া পরিষদ , ঢাকা কর্তৃক অর্থ অনুদানের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে । প্রতিষ্ঠানটির নিজস্ব কোন ভবন নেই । রাজবাড়ী মহিলা ক্লাবে সংস্থাটির কার্যক্রম পরিচালনা করে আসছে ।

 

 

      ক্রমিক নং           নাম                                পদবী

       ১.          জিনাত আফরিন                           সভাপতি     

       ২.         মীর মাহফুজা খাতুন মলি                   সেক্রেটারি