Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
রেকর্ড রুম শাখা,রাজবাড়ী
Details

জেলা প্রশাসকের কার্যাল য়, রাজবাড়ী।


Citizen Service

                                                   ক) প্রতিদিন সকাল ৯.৩০ থেকে ১২.৩০ পর্যমত্ম ভারপ্রাপ্ত কর্মকর্তা রেকর্ডরম্নম এর 

                                                          সামনেFront Desk (কক্ষ নং-১০৭)আবেদন গ্রহন করা হয় এবং

                                                       আবেদনকারীকে প্রাপ্তির রশিদ দেয়া হয়।

খ) প্রতিদিন দুপুর ২ টা থেকে ৪ টা পর্যমত্ম (কক্ষ নং-১০৭) আবেদনকারীকে

পর্চা ও নক্সা সরবরাহ করা হয়।

গ) সার্টিফাইড পর্চার জন্য ১৬/- টাকার কোর্ট ফি সহ আবেদন গ্রহন করা হয়

এবং পর্চা প্রদানের সময় ৪/- টাকার কোর্ট ফি গ্রহন পূর্বক পর্চা সরবরাহ

করা হয়।

ঘ) নকসার জন্য ১৬/- টাকার কোর্ট ফি সহ আবেদন গ্রহন করা হয় এবং নকসা          

সরবরাহের সময় ৩৫০/- টাকার চালান টি আর ফরম এ মাধ্যমে কোষাগারে জমা করার পর নকসা সরবরাহ করা হয।


Current Project

বর্তমান কোন প্রকল্প নেই।


Duties

 

                                                  ক)  রেবর্ডরুম ম্যানুয়েল ১৯৪৩ অনুযায়ী রেকর্ড সংরক্ষণও ব্যবস্থাপনা।

                                                   খ)  জুডিশিয়াল রেকর্ডের নকল সরবরাহ।

                                                   গ)  রাজস্ব রেকর্ড তথা আর ও আর / খতিয়ানের পর্চা সরবরাহ। 

                                                   ঘ)  মৌজা নকসা সরবরাহ।  

                                                  ঙ)  রেকর্ড ম্যানুয়েল মোতাবেক বিভিন্ন তথ্য প্রদান।


Contact
রেকর্ডরুম শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী ।
Others

0


Image
www.rajbari.gov.bd/dcoffice_section/88faa71f_2015_11e7_8f57_286ed488c766/Untitled১_1.jpg
Staffs
Acting Officer